Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪ জনের মৃত্যু ||rajshahirdorpon24

    রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪ জনের মৃত্যু ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক:
    রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট প্রাণহানীর সংখ্যা দাড়ালো ৩০ জন। একই সঙ্গে একদিনের ব্যবধানে আরও ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত শুক্রবার সকাল পর্যন্ত শনাক্তকৃত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিলো ২ হাজার ৯৯জন।

    গতকাল শনিবার সকাল পর্যন্ত এর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ২১০ জনে। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য।

    তিনি জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। এছাড়া মোট সুস্থ্য হয়েছেন ৪৭৫ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৬৫ জন। গত ২৪ ঘন্টায় ৮টি

    জেলার মধ্যে সর্বোচ্চ ৫৩ জন রোগী শনাক্ত হয়েছে বগুড়ায় ।
    রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার করোনা সন্দেভাজন আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।
    ২হাজার ছাড়ালো রাজশাহী বিভাগে শনাক্তের সংখ্যা:

    জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৬৪ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২১৪ জন। ১৮৮ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে পাবনায়।

    এছাড়া রাজশাহী জেলায় ১২৪ ও চাঁপাইনবাবগঞ্জে ৮১ জন, নাটোরে ৭৯ জন, সিরাজগঞ্জ ১৭৫ ও নওগাঁয় ১৮৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728