বাঘায় আরো ২ জনের করোনা শনাক্ত : মোট সনাক্ত ১১জন,মারা গেছে ১জন ||rajshahirdorpon24
বাঘায় আরো ২ জনের করোনা শনাক্ত : মোট সনাক্ত ১১জন,মারা গেছে ১জন ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজনের নাম রুস্তম আলী (৪৭)। তার বাড়ি উপজেলার গড়গড়ি ইউনিয়নের আরাজী চাঁদপুর গ্রামে। তিনি জয়পুৃরহাট জেলায় দায়রা জজ হিসেবে কর্মরত।
জ্বর, সর্দি, কাশি নিয়ে নিজ বাড়িতে আসার পর গত ১১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র গিয়ে নমুনা প্রদান করেন। অপরজনের নাম কানন। তিনি একই উপজেলার কলিগ্রামের বাসিন্দা। চলাতি মাসের ৭ তারিখে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়েছিল। রিপোর্টে তাদের পজেটিভ এসেছে।
আরো পড়ুন:বাঘায় উপহারের আমে কুরিয়ার ব্যবসা জমজমাট
সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আখতারুজ্জামান। এর কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজের বর্হিবিভাগ ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ২জনের করোনা পজেটিভ আসে। ১৫ জুন পর্যন্ত মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে এক জন ব্যবসায়ী মারা গেছেন।
অন্যরা হোমকোয়ারেইটেনে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ৬এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ##
No comments