চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪১১ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার ||rajshahirdorpon24
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৪১১ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে মাদক পাচারের সময় ৪১১ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ আহাদ আলী (১৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার আহাদ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।
রোববার দিবাগত রাত ১টার দিকে ১৪৬ বোতল ফেনসিডিল নিয়ে উজিরপুর-দুর্লভপুর ৬নং বাঁধ এলাকায় অবস্থানের খবর পেয়ে আহাদকে গ্রেফতার করে র্যাব। এদিকে র্যাবের অপর একটি দল রোববার (১৪ জুন) গভীর রাতে রাণীহাটি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ২০৫ বোতল ফেনসিডিলসহ সাবেক লাভাঙ্গা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আবুল হাসান (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।##
No comments