মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু||rajshahirdorpon24
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী আক্কাস (২৪) ও জাকির (২২) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তিনজনকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শাকিল মারা যান।
জাহিদ নামের এক যুবক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে ওই তিনজন ঘুরতে বের হন। পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তিনজনকেই উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।
তিনি আরও জানান, নিহত যুবক ও আহতরা ধোলাইপার যুক্তিবাদী গলি এলাকায় থাকতেন। আহত জাকির একটি সেলুনের মালিক। ওরা সম্পর্কে তিন বন্ধু।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাকিল গত রাত ১১টার দিকে চিকিৎসাধীন মারা যান। মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত দু’জন চিকিৎসাধীন রয়েছেন।##
No comments