চারঘাটে শ্রমিক লীগের বৃক্ষ রোপণ কর্মসূচি||rajshahirdorpon24
চারঘাটে শ্রমিক লীগের বৃক্ষ রোপণ কর্মসূচি||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষ ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে দেশের সব জেলার শ্রমিক লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে রাজশাহীর চারঘাটে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে চারঘাট উপজেলা শ্রমিক লীগ।
শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি এদিন করোনা পরিস্থিতিতে পথচারীদের সচেতন করতেও নানামুখী কার্যক্রম গ্রহন করেছে এ সংগঠন।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন চারঘাট পৌর আ’লীগের সাধারন সম্পাদক একরামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাবান আলী, সাধারন সম্পাদক জহুরুল হক, পৌর শ্রমিক লীগের সভাপতি নাসিম আলী, সাধারন সম্পাদক মাসুদ রানা, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ
বৃক্ষ রোপণ শেষে একরামুল হক বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত বিশ্বের মতো বাংলাদেশও গাছাপালায় ভরা, সবুজে পরিবেষ্টিত সুন্দর একটি দেশে পরিণত হবে। আমরা তার এই স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হতে চাই। প্রতিটি মানুষ যদি অন্তত ৫টি করে গাছ রোপণ করে এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশ অচিরেই হবে সবুজে ঘেরা স্বপ্নের এক দেশ।
এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণাকে স্বাগত জানিয়ে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা ইতোমধ্যেই প্রথম দিন থেকে দেশব্যাপী বৃক্ষ রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই কর্মসূচি অব্যাহত থাকবে।##
No comments