চারঘাট বালুমহলের সীমানা বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দা সামিরা||rajshahirdorpon24
চারঘাট বালুমহলের সীমানা বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দা সামিরা||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মার মোহনায় বালুমহল ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স রনি এন্টারপ্রাইজ’ কে বালুমহল ঘাটের সীমানা বুঝিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।
জেলা প্রশাসকের নিদের্শনায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সহযোগিতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা চারঘাট বালুমহলে নিজে উপস্থিত হয়ে বালুঘাট ইজারা প্রাপ্ত আকতারুজ্জামান রনিকে বালুমহলের সীমানা বুঝিয়ে দেন।
০১ নং খতিয়ানের ২৯৭ দাগে সাড়ে ০৯ একর জায়গায় লাল নিশানা ও বাশেঁর খুটি পুতে সীমানা নির্ধারন করে দেন তিনি। নতুন ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান নির্ধারিত সীমানা পর্যন্ত বালু উত্তোলন করতে পারবেন, তার বাহিরে নয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা শফিকুল হাসান, সার্ভেয়ার আনোয়ার হোসেন লিটন, চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব কুমার ঘোষ, এএসআই নবীন চন্দ্র, প্রকৌশলী অফিসের কার্যসহকারী ফারুক হোসেন প্রমুখ##
No comments