রাজশাহীর আরেক সাংবাদিক করোনা আক্রান্ত ||rajshahirdorpon24
রাজশাহীর আরেক সাংবাদিক করোনা আক্রান্ত ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর আরেক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
নতুন আক্রান্ত সাংবাদিকের নাম মুস্তাফিজ রকি (২৯)। তিনি রাজশাহীর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলার জনপদ’ এর সহকারী বার্তা সম্পাদক। করোনা আক্রান্তের বিষয়টি তার বড় ভাই হাবিবুর রহমান পাপ্পু নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল ২২ জুন বাংলার জনপদ-এর সহ-সম্পাদক হাফিজুল কাদের বাপ্পির (২৫) করোনা পজিটিভ আসে। এরপর থেকে রকি কোয়ারেন্টিনে চলে যায়। বৃহস্পতিবার নমুনা দেয় এবং শুক্রবার পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে।
পাপ্পু জানান, রকি বাসায় আইসোলেশনে আছে। বাসায় থেকে সে চিকিৎসা নেবে। সে সুস্থ্য আছে। তার করোনার কোন উপসর্গ নেয়।
এ নিয়ে রাজশাহীর ১০ জন সাংবাদিকের করোনা সংক্রমণ ধরা পড়ল। রকি ও বাপ্পি ছাড়া আট সাংবাদিক হলেন- মোহনা টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মেহেদী হাসান শ্যামল (৪২), এসএ টেলিভিশনের ক্যামেরাপার্সন আবু সাঈদ (৩৫), সোনালী সংবাদের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান (৩৫), দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান নূর (২৪), রাজশাহী সংবাদের স্টাফ রিপোর্টার আবদুর রহিম (২৩)।
এছাড়াও কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী জেলা প্রতিনিধি মেহেদী হাসান (২৩), বরেন্দ্র এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মোফাজ্জল হোসেন বিদ্যুৎ (২৪) এবং বিটিসি নিউজের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান (২৫)। এদের মধ্যে দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় আবদুর রহিমের করোনা নেগেটিভ এসেছে।##
No comments