বাঘায় জমি নিয়ে সংঘর্ষে নারিসহ দুই পক্ষের আহত ৮ ||rajshahirdorpon24 out
বাঘায় জমি নিয়ে সংঘর্ষে নারিসহ দুই পক্ষের আহত ৮ ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় জমি নিয়ে সংঘর্ষে নারিসহ দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
আহতরা হলেন মসলেম উদ্দিনের ২ ছেলে- মসগুল হোসেন (৫০), দুলাল হোসেন (৫৫),মৃত আক্কাছ আলীর ৩ ছেলে- আশরাফ আলী (৬৫), আতাউর রহমান (৬০) আলতাফ হোসেন (৫০), ও আক্কাছের স্ত্রী সাবিনা ইয়াসমিন(৪৩), আশরাফের ছেলে বদরুজ্জামান (৩১), তার স্ত্রী নুরনাহার বেগম (৫৫)। এদের মধ্যে মসগুল.দুলাল ও সাবিনাকে বাঘার স্থানীয় হাসপাতালে ভর্তি করে অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের ফতিয়ার দাড় গ্রামে জমি জমার বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের ফতিয়ার দাড় গ্রামের আশরাফ আলী ও মসগুল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে দ্ব›দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওর্য়া হবে। ##
No comments