গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি দুই সদস্য নিহত ||rajshahirdorpon24
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি দুই সদস্য নিহত ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবির দুজন ল্যান্স নায়েক নিহত হয়েছেন। নিহতরা হলেন ল্যান্স নায়েক জোবায়ের ও ল্যান্স নায়েক সাঈদ।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে গোদাগাড়ী কলেজ মোড়ে বিজিবির ট্রাকের সঙ্গে কাপড় বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন বিজিবির ল্যান্স নায়েক জোবায়ের মারা যান। পরে রামেক হাসপাতালে মারা যান ল্যান্স নায়েক সাঈদ।
আরো পড়ুন: না ফেরার দেশে মোহাম্মদ নাসিম ||rajshahirdorpon24
তিনি আরো জানান, ৫৯ বিজিবির ১২ জন এবং ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিয়ে প্রশিক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে বিজিবির ২১ জন সদস্য নিয়ে একটি ট্রাক দিনাজপুর যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসছিলো একটি কাপড় বোঝাই ট্রাক। দুটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জোবায়ের মারা যান। হাসপাতালে মারা যান সাঈদ। অপর ১৯ জন সদস্যর সবাই হালকা জখম ও আহত হয়েছেন।##
No comments