চারঘাটে স্ত্রীসহ জ্বীনের বাদশাহ আটক||rajshahirdorpon24
চারঘাটে স্ত্রীসহ জ্বীনের বাদশাহ আটক |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে স্ত্রীসহ জ্বীনের বাদশাহকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ (১৯ জুন) শুক্রবার রাতে তাদের আটক করে চারঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃত জ্বীনের বাদসার নাম সুমন (৩৫) সে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত ইমন আলীর ছেলে এবং তার স্ত্রীর নাম মমতাজ বেগম (৩০)। তারা দু’জন এক নারীকে জ্বীনের প্রলোভন দেখিয়ে প্রায় ৭৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, সুমনের বাড়ি নাটোর জেলায় হলেও সে বালাদিয়া গ্রামে বিয়ে করে। সেই সুবাদে এখানে যাওয়া আসার ফাকে প্রতিবেশী সবুরজানকে জ্বীনের মাধ্যমে সোনার হাড়ি টাকার বস্তা এনে দেয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে প্রায় ৭৬ হাজার টাকা আত্মসাৎ করেছে।
আজ শুক্রবার ফের প্রলোভন দিয়ে আরো ৫ হাজার টাকা নিতে এলে সবুরজান বেগম স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানালে তারা তাকে আটক করে পুলিশে খবর দেয় পুলিশে এসে তাদের স্বামী স্ত্রীকে উদ্ধার করে রাত ১০ টার দিয়ে থানায় নিয়ে গেছে।##
No comments