পাবনায় পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার ||rajshahirdorpon24
পাবনায় পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার ||rajshahirdorpon24 |
পাবনা, প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একটি পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির নাম রকিব খাঁ (৪৫)। সে উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুড়িয়া গ্রামের অফিজ উদ্দিন খাঁর ছেলে। তিনি ঈশ্বরদীর একটি ফিট মিলে শ্রকিকের কাজ করতেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, রকিব শনিবার রাতে ঈশ্বরদী ফিট মিল থেকে ডিউটি শেষ করে বাড়ি আসে । পরে রাতের খাওয়া খেয়ে প্রতিদিনের মত বাড়ির পাশে দোকানে যাবার জন্য বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। স্থানীয়রা রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুরে রকিবের লাশ দেখতে পায়। তারা নিহতের স্বজন ও পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আরো পড়ুন; নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু||rajshahirdorpon24
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেব। তবে ময়না তদন্তের পর বিস্তারিত বোঝা যাবে। যদি সে হত্যার স্বীকার হয়ে থাকে তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা খাতিয়ে দেখা হবে।##
No comments