Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে দাফনে বাধা দেওয়া মৃত অরুণ চৌধুরীর করোনা নেগেটিভ||rajshahirdorpon24

    চারঘাটে দাফনে বাধা দেওয়া মৃত অরুণ চৌধুরীর করোনা নেগেটিভ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক: 
    করোনার উপর্সগ নিয়ে মৃত্যুর কারণে লাশ দাফনে বাধার শিকার মৃত অরুণ চৌধুরী করোনা আক্রান্ত ছিলেন না। আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে তার স্ত্রী শিল্পী চৌধুরী।

    জানা যায়, অরুণ চৌধুরী (৫৫) ব্রজেন্দ্রনাথ চৌধুরী ছেলে। তার বাসা ঢাকার মহাখালীতে। চারঘাট উপজেলায় তার শশুর বাড়ি। তিনি গত বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় তার ভাইরার বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

    তার স্ত্রী শিল্পী চৌধুরী জানান, তার স্বামী অরুণ চৌধুরী, ছেলে অরন্য চৌধুরী ও তার নিজের নমুনা নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়েছিল। আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের তিনজনের কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তার স্বামী অরুণ চৌধুরীর শরীরে টাইফয়েড ছিল বলে জানান তিনি।

    গত বৃহস্পতিবার (১১ জুন) চারঘাটে করোনা আক্রান্ত গুজব ছড়িয়ে মৃত অরুণ চৌধুরীর লাশ দাফনে বাধা দেয় স্থানীয় লোকজন। পরে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও চারঘাট মডেল থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তার লাশ দাফন করা হয়।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728