পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুত্বর আহত||rajshahirdorpon24
পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুত্বর আহত |
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ
রাজশাহীর পুঠিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০.৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত পুলিশ সদস্যরা হলেন, সারদা পুলিশ একাডেমিতে কর্মরত
এ.এস.আই মিলন (৩২) ও কনস্টেবল তহিদুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে মোটরসাইকেল যোগে সারদা
পুলিশ একাডেমিতে যাওয়ার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার কৃষ্ণপুর
ঢালান নামক স্থানে পিছন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নিয়ন্ত্রণ
হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে
মহাসড়কের উপর মোটরসাইকেল থেকে তারা ছিটকে পরে গুরুত্বর আহত হয়। সে সময়
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করে।
সে খানে তাদের অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাদেরকে রামেক
হাসপাতালে প্রেরণ করে। সেসময় মাইক্রোবাসের ড্রাইভার মাইক্রোটি ফেলে
পালিয়ে যায়। পরে শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি মাইক্রোবাসটিকে আটক করে।
এব্যাপারে পুলিশ থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান,
মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে এবং থানায় একটি দুর্ঘটনার মামলা দায়ের করা
হয়েছে। #
No comments