Header Ads

  • সর্বশেষ খবর

    নওগাঁ আত্রাইয়ে বিদুৎপৃষ্টে ব্যক্তির মৃত্যু||rajshahirdorpon24


    নওগাঁ আত্রাইয়ে বিদুৎপৃষ্টে ব্যক্তির মৃত্যু||rajshahirdorpon24
    নিজস্ব প্রতিবেদক:
    নওগাঁর আত্রাইয়ে বিদুৎপৃষ্টে শাহিন খন্দকার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহিন খন্দকার উপজেলার শাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন খন্দকার আজ শুক্রবার সকালে তার বাড়ির পাশে খর (পোয়ালের) পালার কাজ করছিলো। কাজের এক পর্যায়ে ৩৩ ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তারের সংস্পর্শে বিদুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহিন খন্দকার তার নিজ বাড়িতে খর (পোয়ালের) কাজ করার সময় বিদুৎপৃষ্টে মৃত্যু বরণ করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728