বাঘায় দখল মুক্ত হলো দুটি খাস পুকুর ||rajshahirdorpon24
বাঘায় দখল মুক্ত হলো দুটি খাস পুকুর ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অবৈধদখলদারদের কাছে থেকে দুটি পুকুর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এই দুটি পুকুর উপজেলা প্রশাসন উদ্ধার করে সাইবোর্ড টানিয়ে দিয়েছেন।
জানা যায়, বাঘা উপজেলার আরিফপুর এলাকায় দুটি সরকারি পুকুর স্থানীয় আবুল কালাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে দখল করে মাছ চাষ করে আসছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পুকুর ছেড়ে দিতে বলা হলেও সে কোন কর্ণপাত না করে জোর পূর্বক দখল করে মাছ চাষ করছিল। অবশেষে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন পুকুর দুটি উদ্ধার করে সাইন বোর্ড টানিয়ে দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন বলেন, স্থানীয় কালাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে সরকারিভাবে লিজ না নিয়ে জোর পূর্বক পুকুর দখল করে খাচ্ছিলেন। অবশেষ দুটি পুকুর উদ্ধার করে ‘৭১ মৎস্য সমবায় সমিতিকে’ তিন বছরের জন্য লিজ দিয়ে সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়েছে।##
No comments