নওগাঁর পোরশার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু ||rajshahirdorpon24
নওগাঁর পোরশার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু ||rajshahirdorpon24 |
নওগাঁর পোরশার সরাইগাছি-গাঙ্গুরিয়া রাস্তার দিঘির পাহাড় নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শুকবালা(৫০) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘাটনগর কাচারীপাড়া গ্রামের শ্রী খুদু সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৫ টায় শুকবালা গাঙ্গুরিয়া তাঁতীপাড়া জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য চার্জার ভ্যানযোগে এসে ঘটনা স্থলে রাস্তা পার হওয়ার সময় সরাইগাছির দিক থেকে আশা একটি ট্রাক তাকে পিষ্ট করে দিয়ে পালিয়ে যায়। ফলে দূর্ঘটনা স্থলেই সে মারা যায়।
এসংবাদ পাঠানো পর্যন্ত লাশ ঘটনা স্থলেই ছিল। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান দূর্ঘটনার কথা স্বীকার করেন।##
No comments