Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় বিজিবির কাছে মাদক সম্রাট বারী আটক ||rajshahirdorpon24

    বাঘায় বিজিবির কাছে মাদক সম্রাট বারী আটক ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক:
    রাজশাহীর বাঘা মিরগন্জ সীমান্তে ১৯৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল বারী নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ।

    গত রবিবার(১৪ জুন) দুপুরে মনিগ্রাম ইউপির হরিরামপুর গ্রামের, মৃত মহসিন দালালের ছেলে আব্দুল বারী কে আটক করে ১৯৫ পিচ ইয়াবা ও মোটরবাইক জব্দ করে বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার আলাউদ্দিন।

    মিরগন্জ ক্যাম্প কমান্ডার হাবিলদার আলাউদ্দিন জানান,বাঘা উপজেলার আওতাধীন মিরগন্জ উচ্চ বিদ্যালয়ের গেট হতে বিজিপি’র ৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও হাংক মোটরবাইকসহ মাদক সম্রাট আব্দুল বারী কে আটক করা হয় ।

    ১৫ জুন সোমবার আটককৃত মাদক ব্যবসায়ী বারীকে আদালতে প্রেরণ করা হয়। মাদক আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করে বারীকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি ।

    আটককৃত বারীর নামে বাঘা থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১২টি মাদক আইনের মামলা রয়েছে।মাদক সম্রাট বারী নামে পরিচিত অত্র এলাকায় ছোট বড় সকলের কাছেই।

    এই বারী বাঘা উপজেলার সাবেক সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড কে মারধরের ২য় আসামী। প্রায় ১মাস পূর্বে রমজান মাসে ৪জন বিজিবি সদস্যকে মারপিট করে আব্দুল বারী।

    আটকৃত হাংক মোটরবাইকটি আব্দুল বারী মাঝে মধ্যেই মাদক আনা নেওয়ার কাজে ব্যবহার করে বলেও জানান ক্যাম্প কমান্ডার। আব্দুল বারীর ব্যবহৃত মোটরবাইকটি হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসানের বলে দাবী করেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক নিজেই।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728