বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ||rajshahirdorpon24
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত৷ এখনও তার আত্মহত্যার কারণ জানা যায় নি, কোন ‘সুইসাইড নোটও’ মেলেনি৷
৩৪ বছর বয়সী সুশান্ত একের পর এক চলচ্চিত্রে নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছেন৷ ‘কাই পো ছে' দিয়ে বলিউডে অভিষেক তার, শেষ দেখা গেছে নেটফ্লিক্স চলচ্চিত্র ‘ড্রাইভ'-এ৷ রোববার সকালে বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে দেরিতে ঘুমাতে গিয়েছিলেন সুশান্ত সিং৷ দুপুর পর্যন্তও কোন সাড়া না পেয়ে তার বন্ধুদের খবর দেন গৃহকর্মী৷ পরে তারা দরজা ভেঙ্গে তরুণ এই অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷
সুশান্ত বিষন্নতায় ভুগছিলেন বলে নিউজ নেটওয়ার্ক ‘আজ তাক'কে জানিয়েছেন তার বন্ধুরা৷ স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত ৯ জুন তার ম্যানেজার দিশা সালিয়ানও একটি ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন৷
সুশান্ত তার অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়৷ ‘পবিত্র রিশতা’ নামের একটি সিরিয়ালে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন৷ ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘কাই পো ছে'তে৷ এরপর অভিনয় করেছেন ‘শুধ দেশি রোমান্স’, আনুশকা শর্মার বিপরীতে ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ মত জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে৷ ‘কেদারনাথ’ এ অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি সবাইকে৷ সবশেষ কাজ করেছেন ‘দিল বেচারা'তে, যা এখনও মুক্তির অপেক্ষায় আছে৷##
No comments