Header Ads

  • সর্বশেষ খবর

    রিং অব ফায়ার ’সূর্যগ্রহণ' দেখা যাবে ২১ জুন ||rajshahirdorpon24

    রিং অব ফায়ার ’সূর্যগ্রহণ' দেখা যাবে ২১ জুন ||rajshahirdorpon24


    নিউজ ডেস্ক : 
    বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ২১ জুন। পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস নয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে এবার। আকাশেই তৈরি হবে ‘রিং অব ফায়ার’। সর্বোচ্চ সূর্যগ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহর থেকে। তবে বাংলাদেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আর সূর্যগ্রহণটি প্রথম শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহর থেকে।

    এবারের সূর্যগ্রহণ নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। মানুষকে খালি চোখে দেখতে নিষেধ করেছেন নাসার বিজ্ঞানীরা। এমনকী সানগ্লাস বা এক্স-রে প্লেটও ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তারা। তবে টেলিস্কোপের সাহায্যে দেখার ক্ষেত্রে সাবধনতা অবলম্বন করতে বলেছে।

    এবারের সূর্যগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নিতে বলার পেছনে কারণ রয়েছে। এই সূর্যগ্রহণ আংশিক নয়, এমনকী পূর্ণগ্রাসও নয়। ২১ জুন যে সূর্যগ্রহণ হবে, তা বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানিরা বলেছেন, এটি খালি চোখে দেখলে চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই, এমনকী অন্ধত্ব হওয়া বিচিত্র নয়।

    বলয়গ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে। কিন্তু চাঁদের আয়তন ছোট হওয়ায় সূর্য চাঁদের পাশ দিয়ে আলো বিকিরণ করবে। ফলে আকাশে আংটির মতো আকৃতি তৈরি হবে। ইংরেজিতে যাকে বলে ‘রিং অব ফায়ার’।

    তবে বিজ্ঞানীরা বলেছেন, পিনহোল প্রজেক্টর দিয়ে সাদা কাপড়ে ছায়া ফেলে গ্রহণ দেখা যাবে। এছাড়া গ্রহণ দেখার জন্য আই প্রোটেকশন গিয়ারও ব্যবহার করাও যেতে পারে।

    আরো পড়ুন; পরামর্শ না পেলেও ঘাস চাষে চারঘাটের কৃষকদের সফলতা ||rajshahirdorpon24

    ২১ জুন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গো প্রজাতন্ত্রের বোমা শহরে বেলা ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ওইদিন ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্সের সামার শহরে বেলা ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে।

    এই গ্রহণ বাংলাদেশের স্থান ভেদে সময়ের পার্থক্য রয়েছে। ঢাকা বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে শেষ হবে, ময়মনসিংহে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে শেষ হবে, চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে শেষ হবে।

    এছাড়া সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে শেষ হবে, খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে শেষ হবে, বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে শেষ হবে, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে শেষ হবে এবং রংপুরে বেলা ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হয়ে ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে শেষ হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728