Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ||rajshahirdorpon24

    বাঘায় বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ||rajshahirdorpon24

    বাঘা(প্রতিনিধি)রাজশাহী :
    রাজশাহীর বাঘায় ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুম উপলক্ষে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্ঠি বাগান স্থপনের লক্ষে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৮ জুন) সকালে ১৯২ জন প্রান্তিক কৃষকের মাঝে- বীজ, চারা ও নগদ অর্থ বিতরণ করা হয়।

     সকাল  সাড়ে ১১ টায় উপজেলা কৃষি বিভাগের সামনে  বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু ও নির্বাহী কর্মকর্তা  শাহিন রেজা-সহ অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দরা উপস্থিত থেকে প্রনদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে এই কৃষি উপকরণ বিতরণ করেন।

    বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, আমরা কোন আবাদি জমি ফাঁকা রাখতে চাইনা। এটা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা। সে মোতাবেক বাঘায় ১৯২ জন প্রান্তিক কৃষকের মাঝে  বিনামুল্যে লালশাক, মুল্য, ঢেরস, পুইশাখ,লাউ ,সীম ,বরবটি ও করলা বীজ-সহ ১৯৩৫ টাকা এবং পেঁপে ও মরিজের চারা  বিতরণ করি। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728