চারঘাটে করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান ||rajshahirdorpon24
![]() |
চারঘাটে করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে করোনা পাদুর্ভাব শুরুর পর থেকে উপজেলাবাসীকে সচেতন করা, মাস্ক বিতরণ করা, অসহায়দের মাঝে নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ নানা মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। করোনা আতঙ্কের মধ্যেও প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে সহযোগিতা করতে উপজেলা জুড়ে ছুটে চলেছেন তিনি।
গত ০৬ জন রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় মুনসুর রহমান। তিনি চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ট্রাক ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন তিনি।
মুনসুর রহমানের শরীরে করোনা শনাক্তের পর সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে তার পরিবারকে লকডাউন করা হয়। লকডাউনের ফলে তার পরিবার খাদ্য সংকটে পড়ে।
আরো পড়ুন: বাঘায় ডায়াগনষ্টিক সেন্টারের একজনসহ আরো ২ জনের করোনা শনাক্ত ! ||Rajshahirdorpon24
করোনা আক্রান্ত মুনসুর রহমানের পরিবার খাদ্য সংকটে আছেন, এমন খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তার বাড়িতে খাবার নিয়ে হাজির হয়েছেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
মুনসুর রহমানের পরিবারের এক মাসের খাবার হিসাবে চাল,ডাল,আটা,তেল,লবন,চিনিসহ সকল শাক সবজি পৌঁছে দিয়েছেন তিনি। খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন করোনা আক্রান্ত মুনসুর রহমানের পরিবার।
চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হওয়ায় মুনসুর রহমানের পরিবারকে লকডাউন করা হয়েছে। এজন্য তার পরিবারের কেউ খাবার কিনতে বের হতে পারছে না। তাতে তারা খাদ্য সংকটে পড়েছে। এজন্য আমি নিজে করোনা আক্রান্ত ঐ বাড়িতে এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, আক্রান্তদের সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আতঙ্কিত নয় সচেতন হতে হবে।
করোনা আক্রান্তের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সময় আরো উপস্থিত ছিলেন সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আ’লীগের সাধারন সম্পাদক একরামুল হক প্রমুখ।##
No comments