Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়া থানা কর্তৃক চোরচক্রের চারজন সদস্যকে গ্রেফতার, ও একটি ট্রলি গাড়ি উদ্ধার ||rajshahirdorpon24

    চোরচক্রের চারজন সদস্যকে গ্রেফতার


    নিজস্ব প্রতিবেদক:
    অদ্য  ০৭/০৬/২০২০ ইং তারিখ বিকাল  অনুমান ৫.৩০ ঘটিকার দিকে  গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়া  থানা পুলিশের একটি টিম চোরচক্রের    চারজন সদস্যকে  গ্রেফতার করে এবং এ সময় তাদের নিকট হতে একটি মালবাহী ট্রলি গাড়ি উদ্ধার করে।


    গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। মো: মো: ইসরাইল হক (৪৫), পিতা : মো: ইকরামুল শেখ , সাং- পশ্চিমভাগ, থানা - পুঠিয়া , ২।মো: জাহিদ  হাসান (২১), পিতা- মো: জসীমউদ্দীন, সাং- বদোপাড়া, থানা- পুঠিয়া , ৩।  মো: লুতফর রহমান  (৬০), পিতা- মৃত রুস্তম আলী , সাং - পশ্চিমভাগ, থানা- পুঠিয়া  ও ৪। মো: মোশারফ হোসেন  (২১), পিতা- মো: মো: চয়নউদ্দিন ,  সাং- কিসমত বগুড়া,  থানা- দুর্গাপুর,   জেলা - রাজশাহী। উল্লেখ্য যে, মো: শাহাদত হোসেন (২৫), পিতা- আরশেদ মোল্লা, সাং - মোল্লাপাড়া,  থানা- পুঠিয়া, জেলা - রাজশাহী নামক এক  ব্যক্তির বসতবাড়ি থেকে গত ০৬/০৬/২০২০ ইং তারিখ রাতের বেলায় কোন একসময় তালাবদ্ধ অবস্থায় থাকা  শাহাদতের নিজস্ব মালিকানাধীন চারচাকা বিশিষ্ট  মালবাহী ট্রলি গাড়ি  চুরি হয়ে যায়।


    চুরি হয়ে যাওয়া গাড়িটির অনুমান মুল্য  দুই লক্ষ টাকা। পরবর্তীতে  গোপন তথ্যের  ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের  দিকনির্দেশনায় পুঠিয়া  থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে  নাটোর গুরদাসপুর থানা পুলিশের সহযোগিতায়  ০৭/০৬/২০২০ ইং তারিখ বিকাল  অনুমান ৫.৩০ টার দিকে নাটোরের গুরুদাসপুর থানাধীন ওয়াপদাবাজার এলাকা হতে  উক্ত চারজনকে  গ্রেফতার করতে সক্ষম হয় ও  চুরি হয়ে যাওয়া মালবাহী ট্রলি গাড়িটি উদ্ধার করে। এ বিষয়ে মো: শাহাদত হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728