গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ৪৭১ ||rajshahirdorpon24
গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ৪৭১ ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ ৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে।
এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৯৫ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৪৭১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ৩, রাজশাহীতে ২, বরিশালে ৩, খুলনায় ১, ময়মনসিংহে ২ এবং রংপুর বিভাগে ৫ জন মারা গেছেন। মৃত ৪৬ জনের বয়স: ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন ,৩১ থেকে ৪০ বছর বয়সী: ৬ জন,৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন,৫১ থেকে ৬০ বছর বয়সী: ১২ জন,৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৫ জন,৭১ থেকে ৮০ বছর বয়সী: ৭ জন,৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন,১০০ বছরের বেশি বয়সী: ১ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৯৫০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি নমুনা। আজ দেশের ৫৯টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।##
No comments