বাঘায় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম|| rajshahirdorpon24
![]() |
বাঘায় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম|| rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক জনাব মো. হামিদুল হকের নির্দেশনায় আজ বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বর এলাকায় মাস্কবিহীন মানুষের মুখে মাস্ক পড়ানো অভিযান পরিচালিত হয়।
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি মহোদয় গরীব মানুষের জন্য সৌজন্য উপহার হিসেবে এই মাস্ক প্রদান করেন।
কারও মুখে মাস্ক না থাকলে বা মাস্ক নাক-মুখে না পড়ে ঝুলিয়ে রাখলে গুনতে হচ্ছে মোবাইল কোর্টে অর্থদন্ড।
তবে গরিব-দুঃখী মানুষদের মাঝে বিনামূল্যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি মহোদয়ের দেয়া মাস্ক প্রদান করা হচ্ছে।
উক্ত কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন রেজা,উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো লায়েব উদ্দিন লাভলু,অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন।##
No comments