রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বাঘায় ত্রান বিতরণ ||rajshahirdorpon24
![]() |
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বাঘায় ত্রান বিতরণ ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
করোনা সংকট মোকাবেলায় রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে রাজশাহীর বাঘায়,পৌরসভা ও ইউনিয়ানে কর্মহীন ৬৩২ পরিবারের মাঝে ত্রান সামগ্রী চাউল বিতরণ করা হয়।
রোববার সকাল ১১ টায় বাঘা ডাকবাংলো থেকে বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মেয়র ও চেয়ারম্যানের হাতে এ ত্রান সামগ্রী প্রদান করেন জেলা পরিষদের সদস্য জয়জয়ন্তি সরকার মলতি, নুর মোহম্মাদ তুফান। বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৬৩২ পরিবার কে ১০ কেজি করে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে ত্রান বিতরণ করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। লায়েব উদ্দিন লাভলু বলেন,দুর্যোগে মুহুর্তে দরিদ্র মানুষের পাশে এ সমস্যার কথা ভেবে রাজশাহী জেলা পরিষদ তাদের পাশে দাড়িয়েছে। সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নানা ভাবে সহায়তা করছে। দুর্যোগ কালে দরিদ্রদের পাশে সকলকে এগিয়ে আসার আহবান জানান। উপস্থিত ছিলেন বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেরাজুল ইসলাম মেরাজ, শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম রফিক, রবিউল ইসলাম রবি, বাজুবাঘা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফজলুর রহামন ফজল, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবলু দেওয়ান, সাধারণ সম্পাদ আব্দুস সালাম শেখ, আড়ানী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
##
No comments