পুঠিয়ায় একাদশ করোনার রোগি সনাক্ত ||rajshahirdorpon24
পুঠিয়ায় একাদশ করোনার রোগি সনাক্ত ||rajshahirdorpon24 |
পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় শাহানা বেগম (৪২) নামের একাদশ করোনা রোগি সনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত শাহানা বেগম পুঠিয়া পৌরসভার ৪নং কৃষ্ণপুর ওয়ার্ডের মনির হোসেনের স্ত্রী। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঢাকার নারয়নগঞ্জ এলাকায় তার ছেলের দীর্ঘ ৬ মাস ছিলেন। সেখানে থাকাকালীন সময় হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
পরে ৬ জুন তিনি ঢাকা থেকে বাড়ি ফিরেন। গত ৮ জুন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পাঠায়। সোমবার রাত্রিতে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি তার বাড়িতেই আইসোলেশনে থাকবেন। সেখানেই তার চিকিৎসার সুব্যবস্থা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান জানান, আক্রান্তের বাড়ি রাতেই লকডাউন করা হবে। সেখানকার পরিস্থিতি দেখে প্রয়োজনে আশেপাশের বাড়িগুলোও লকডাউন করা হবে। #
No comments