চারঘাট উপজেলা জুড়ে ইউএনও’র মাস্ক পড়ানো অভিযান ||rajshahirdorpon24
চারঘাট উপজেলা জুড়ে ইউএনও’র মাস্ক পড়ানো অভিযান ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
পৃথিবীতে জেকে বসেছে মহামারী নভেল করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রাজশাহীর চারঘাট উপজেলাতেও প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা।
এ ভাইরাসকে দমনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জনসমাগম না করা, মাস্ক পরিধান করা, ঘন ঘন হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঠিক এভাবেই রাজশাহীর চারঘাট উপজেলায় মাস্ক এবং হাত ধোয়া ও পরিস্কার রাখার বিষয়ে সচেতনতা অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ নিয়ে চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকের টাইমলাইনে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি এ করোনা ভাইরাসকে দমনে সচেতনতার এই উদ্যোগে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, রাজশাহীর সব উপজেলায় মাস্ক এবং হাত ধোয়া/পরিস্কার রাখার বিষয়ে সচেতনতার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাই অংশগ্রহণ করুন। নিজে বাচুন, অন্যকে বাচতে সহায়তা করুন।
প্রতিমন্ত্রীর টাইমলাইন থেকে নেওয়া
তারই অংশ হিসাবে চারঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা চারঘাট চারমাথা মোড়ে পথচারী ও দোকানদারদের মাঝে এসব মাস্ক বিতরণ করেন। এছাড়া চারঘাট উপজেলা জুড়েই দোকানদার ও জনসাধারণদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে কাপড়ের তৈরি উন্নত মানের মাস্ক এবং রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হকের পক্ষ থেকে উন্নত মানের ক্লিনিক্যাল মাস্ক সরবারহ করা হয়েছে।
www.rajshahirdorpon24.com |
মাস্ক বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে কোন কাজ ছাড়া অকারণে বাড়ির বাহিরে না আসার জন্য আহবান জানান। তিনি বলেন করোনা সংক্রমণ মারাত্মক একটি ব্যাধি। এই রোগের হাত থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে।
নিজ হাতে মাস্ক পড়িয়ে দিচ্ছেন সৈয়দা সামিরা
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম ও চারঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ(সনি) প্রমুখ।##
No comments