Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়ায় এক এনজিও উধাও! ১০ জনকে আসামী করে মামলা ; তিন কর্মী আটক ||rajshahirdorpon24

    পুঠিয়ায় এক এনজিও উধাও! ১০ জনকে আসামী করে মামলা ; তিন কর্মী আটক ||


    নিজস্ব প্রতিবেদক:
     রাজশাহীর পুঠিয়ায় গ্রাহকের জামানতের টাকা নিয়ে উধাও হয়েছে বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র সমবায় সমিতি নামের এক এনজিও। পুঠিয়া থানায় এনজিও জেনারেল ম্যানেজারসহ ১০ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। পরে তাদের তিন কর্মীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।

    আটকৃতরা হলো, উপজেলার বেলপুকুর থানার এনজিও কর্মী মহিনি (১৮), জুঁই (২৩) ও বর্ষা (১৮)। আটককৃতরা গত কয়েক মাস ধরে উপজেলার ঝলমলিয়া বাজারের বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র সমবায় সমিতি নামের এনজিওতে কর্মরত আছেন। উধাও এনজিওটি প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে বলে আভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারী মাসে ঝলমলিয়া বাজারের মাজহারুল ইসলামের বাড়িতে বর্ষা ক্ষুদ্র মাঝদিঘা নামের এই এনজিওটি তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে এলাকার বেকার যুবক যুবতীদের মোট অংকের জামানতের মাধ্যমে নিয়োগ দেয়। নিয়োগ প্রাপ্তরা এলাকায় দরিদ্র দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজ থেকে সহজ শর্তে ঋণ দওয়ার কথা বলে ৩ থেকে ৭ হাজার টাকা করে জামানত আদায় করে। এসময় তারা এলাকার কয়েক হাজার গ্রাহক সহজ শর্তের কারণে ঋণ পাওয়ার আশায় তাদেরকে জামানত প্রাদন করে। ১১জুন বৃহস্পতিবার এনজিওটি গ্রাহকদের মাঝে ঋণ দেওয়া দেওয়ার জন্য অফিসের যোগযোগ করতে বলে।

    আরো পড়ুনগাজীপুরে করোনা শনাক্ত ব্যাক্তি পালিয়ে চারঘাটে ||rajshahirdorpon24
    ঋণ পাওয়ার আশায় বেশ কিছু গ্রাহক অফিসে আসে। সে সময় তারা অফিসে তালা ঝুলতে দেখে এনজিওটি জেনারেল ম্যানেজারের সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পায়। পরে এনটিওটির তিনজন কর্মী অফিসে আসলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ এনজিও তিন কর্মীকে আটক করে পুঠিয়া থানায় নিয়ে আসে। পরে ঝলমলিয়া বাজারের কমরুল ইসলাম বাদি হয়ে পুঠিয়া থানায় এনজিওটির জেনারেল ম্যানেজার কামরুল ইসলামসহ ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

    এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আটক এনজিও তিন কর্মীদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে। অন্যান্য আসামীদের আটকের চেষ্টা অব্যহত আছে। উল্লেখ্য, বানেশ্বর বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য নামে-বেনামে সমিতি ও এনজিও।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728