চারঘাটে মা-ছেলেসহ একই দিনে নতুন চারজন করোনা পজিটিভ ||rajshahirdorpon24
![]() |
চারঘাটে মা-ছেলেসহ একই দিনে নতুন চারজন করোনা পজিটিভ ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় আজ মঙ্গলবার নতুন করে আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডাঃ আতিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তরা হলেন, মিতু ইয়াসমিন এবং তার ছেলে রিদওয়ান ইসলাম। মিতু ইয়াসমিন উপজেলার থানাপাড়া গ্রামের মুনজু হকের স্ত্রী। মিতু ইয়াসমিন এবং তার ছেলে রিদওয়ান তিন মাস আগে ঢ়াকা থেকে থানাপাড়া নিজ বাড়িতে এসেছেন। তবে মুনজু হক গত ০২ জুন ঢ়াকা থেকে বাড়িতে ফিরেছেন।
পরিবারের তিনজন একসাথে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় মা ও ছেলের করোনা পজিটিভ এসেছে। তবে ঢ়াকা ফেরত মুনজু হকের এসেছে করোনা নেগেটিভ। নতুন শনাক্ত অন্য দুজন হলেন আক্তার বানু(৬০) এবং উজির(১৮)।##
No comments