ঢাকা থেকে বাঘায় আসা আরও একজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন ||rajshahirdorpon24
ঢাকা থেকে বাঘায় আসা আরও একজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে রাজশাহীর বাঘায় আসা এক গার্মেন্ট কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পর আজ মঙ্গলবার (৯ জুন) তার বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
এনিয়ে বাঘায় মোট ৯ জন করোনা শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত একজনও মারা যাননি বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান বাঘা উপজেলার এক বৃদ্ধ। যিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রাম গ্রামের মৃত শমসের আলীর ছেলে আব্দুল খালেক (৫৫) গত ৩০ মে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি আসেন। এরপর ৬ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জান জানান, ঢাকা ফেরত আব্দুল খালেক একজন গার্মেন্ট কর্মী। তিনি জ্বর, সর্দি, কাশি নিয়ে নিজ বাড়ি আসেন। পরে করোনা পরীক্ষার করার পর রিপোর্ট পজিটিভ আসে। এ তথ্য জানা পর তিনিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।##
No comments