Tuesday, April 22.

Header Ads

  • সর্বশেষ খবর

    পবায় ৫ টাকা না পেয়ে সাত বছরের শিশুর হাসুয়ার কোপে মা নিহত ||rajshahirdorpon24

    পবায় ৫ টাকা না পেয়ে সাত বছরের শিশুর হাসুয়ার কোপে মা নিহত ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক:
    রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় মায়ের কাছে ৫ টাকা চেয়ে না পেয়ে মায়ের বুকে সাত বছরের শিশু ফাহিম হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে মা ফাতেমার (২৫) মৃত্যু হয়েছে। রক্ত দেখে শিশুটি পালিয়ে যায় ফুপুর বাড়ী।

    পরে পুলিশ জানতে পেরে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বর্নানা দেয়।

    দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, সকালে শিশু ফাহিম বাবা এবং মা দু’জনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে। এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ী চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়।

    ওসি আরো জানান, শিশু ফাহিমকে আমরা কোলে নিয়ে আদর করেই ঘটনা জানতে চেয়েছি। সে সাবলীলভাবেই ঘটনার বর্ননা দেয়। সে এটা বলে, “এখন মা মরে গেছে কি করবো বুঝতে পারছি না।” পুলিশও ঘটনার বর্ণনা শুনে হতবাক। শিশুটিকে গ্রেপ্তার করা হবে না। তবে কি পদক্ষেপ নেয়া হবে তা পরে জানানো হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728