বাঘায় পঁচিশ দরিদ্র মেধাবী ছাত্রীরা পেলো বাইসাইকেল ||rajshahirdorpon24
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঁচিশজন দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে প্রায় ৮ হাজার টাকা মূল্যের বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বাই সাইকেল চালাতে পারে এমন দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে এই বাইসাইকেল প্রদান করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা চত্বরে এই বাই সাইকেল বিতরণ করেণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম, মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।
বাই সাইকেল পেয়ে হাসি খুশিতে বাড়ি ফেরা ছাত্রীদের একজন নুসরাত জাহান নূরী। দিঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী জানান, সরকারিভাবে দেওয়া এই বাই সাইকেল শুধু স্কুলে যাওয়া আসাতেই নয়, লেখা পড়াতেও আরো আগ্রহী করে তুলবে। অন্যদিকে স্কুলে যেতে সময়ও কম লাগবে।
উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমের একটি বাই সাইকেল বিতরণ। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা রাখবে ছাত্রীদের দেওর্য়া বাইসাইকেল। ট্যাক্র ভ্যাটসহ প্রতিটি বাই সাইকেলের মূলো পড়েছে আট হাজার টাকা।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু বলেন, উপজেলা পরিষদ চলতি অর্থ বছরে এডিপি’র অর্থায়নে বাইসাইকেল ক্রয় করে বিতরণ করেন।##
No comments