খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি -||rajshahirdorpon24
![]() |
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি -||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি ইউনিয়নের একটি দোতলা বাড়িতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৮ জুলাই) গভীর রাতের এ ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় ওই বাড়ির মালিক বেগম রোকেয়া (৬৮) থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, কে বা কারা আমি ও আমার পরিবারের সকলকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে আমার দোতলার ছাদের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে আলমারির তালা ভেঙে ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেন, ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের রুলি এবং ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ ২৫ হাজার টাকা। এছাড়া আলমারিতে রাখা নগদ আরও ৮০ হাজার টাকাসহ মোট ৪ লাখ পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ঠাকুর দাশ বলেন, অভিযোগটি আমি তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট ওসির কাছে হস্তান্তর করেছি। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো মামলা দায়ের হয়নি।##
No comments