ঘুড়ি উড়ানোর সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু! ||Rajshahirdorpon24
ঘুড়ি উড়ানোর সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু! ||Rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহীতে ঘুড়ি উড়ানো সময় ছাদ থেকে পড়ে শ্রী পল্বব হালদার (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকার দারুচিনি প্লাজায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রী পল্বব হালদার নগরীর ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার শ্রী টুটুলের ছেলে। এছাড়া পল্বব রাজশাহীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পল্ববসহ কয়েকজন বন্ধ মিলে দারুচিনি প্লাজায় ছাদে ঘুড়ি উড়াতে উঠে। এসময় কোন ভাবে পল্বব পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মন জানায়, ঘটনা শুনেছি। পল্ববের মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। এবিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##
No comments