Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি ||rajshahirdorpon24

    রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাগঞ্জে এ দিন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০১ জন।


    শুক্রবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১০৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৪৯৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

    ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮৩ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ১ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়ায় ৫০ জন, সিরাজগঞ্জে ৩৪ জন ও পাবনায় ১৮ জন।


    তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৪২০ জন। এছাড়াও মহানগরীতে ১ হাজার ৯৮৪ জনসহ রাজশাহী জেলায় ২ হাজার ৫১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮ জন, নওগাঁয় ৮৫১ জন, নাটোরে ৩৮৮ জন, জয়পুরহাটে ৬৫৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ২১৪ জন ও পাবনায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নওগাঁয় ১৩ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ৯১ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।


    এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫ হাজার ৪৯৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৯৫৯, চাঁপাইনবাবগঞ্জে ১৫৩ জন, নওগাঁয় ৬৪৫ জন, নাটোরে ১৫২ জন, জয়পুরহাট ১৯৭ জন, বগুড়ায় ২ হাজার ৭৫৯ জন, সিরাজগঞ্জ ৩১০ জন ও পাবনায় ৩১৯ জন।


    ডা. গোপেন্দ্র নাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728