পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতির শুভেচ্ছো আব্দুল লতিফ মিঞা ||rajshahirdorpon24
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতির শুভেচ্ছো আব্দুল লতিফ মিঞা ||rajshahirdorpon24 |
বাঘা(রাজশাহী)প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা । বাঘা প্রেস ক্লাব পরিবারের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান। সকলকে পবিত্র ঈদু-উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
আব্দুল লতিফ বলেন, পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। চলমান মহামারী করোনা ভাইরাসের এই মুহূর্তে পবিত্র ঈদু-উল আযহা আগমন ঘটেছে, আমরা সবাই সাস্থ্য বিধি মেনে আল্লাহকে খুশী করার জন্য পশু কোরবানি দেই,নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলি, নিজে সচেতন থাকি অন্যকে সচেতন করি।
তিনি আরো বলেন,ঈদের আনন্দে হারিয়ে যাক সকল দূর্দশা, সকল শোকের ছায়া, মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি। সকল বৈষম্য ভুলে সবাই মিলিত হই মানবতার কাতারে। এর আনন্দ উপভোগ করে ধনী-গরিব মিলে সবাই।
আমরা সবাই প্রার্থনা করি করোনা মহামারী থেকে মুক্তি পাওয়া। সবাই পরিবার নিয়ে ঘরে ঈদের আনন্দ উপভোগ করুন, ভালো থাকুন।##
No comments