রাজশাহীতে অটোরিকশা ও ট্রেনের ধাক্কায় নিহত ২ ||rajshahirdorpon24
![]() |
রাজশাহীতে অটোরিকশা ও ট্রেনের ধাক্কায় নিহত ২ ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন আরেক নারী। সোমবার (১৩ জুলাই) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শাকিব (৭)। সে নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। আর নিহত নারীর নাম রজবা বেওয়া (৫৫)। হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় তার বাড়ি। স্বামীর নাম মৃত জয়নাল আবেদিন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, দুপুরে টুলটুলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শিশু শাকিব গুরুতর আহত হয়। এর পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে হড়গ্রাম রায়পাড়া এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রজবা বেওয়া। পরে তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়।
ওসি জানান, এ দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।##
No comments