বাঘার ইউএনও করোনায় আক্রান্ত !||rajshahirdorpon24
বাঘার ইউএনও করোনায় আক্রান্ত !||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা সহ করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) নতুন করে আক্রান্ত হয়েছে ১০জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ - জুলাই ( সোমবার) বাঘার ইউএনও সহ ২৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর গত শুক্রবার (১০ জুলাই রাত ১১ টায় সেগুলোর ফলাফল পাওয়া যায়। ফলাফলে ইউএনও সহ ১০ জনের করোনা ভাইরাস সংক্রমনের পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ইউএনও নিজ কর্মস্থলের সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান জানান, গত ৬ - এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত বাঘায় সর্বমোট ৩২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১০ জন, মারা গেছেন ২ জন। অন্নান্যরা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সকল রুগীকে হাসপাতাল থেকে সার্বক্ষনিক খোঁজ খবর রাখাসহ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।##
No comments