নওগাঁয় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু ||rajshahirdorpon24
নওগাঁয় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মিনি ট্রাকচাপায় এমদাদুল হক (৩৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার রাত ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুলের বাড়ি বগুড়ার দুঁপচাচিয়া বলে জানা গেছে। তিনি নওগাঁ সদর উপজেলার বলিহার বাজারে অবস্থিত বেসরকারি সংস্থা (টিএমএসএস) নামে একটি এনজিও শাখায় সিনিয়র সুপারভাইজার।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, এমদাদুল হক বলিহার বাজারে অফিসের কাজকর্ম শেষ করে বুধবার রাতে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।
পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে নওগাঁগামী একটি মাছবাহী মিনি ট্রাক পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান এমদাদুল। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নওহাটা ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।##
No comments