একদিনে রাজশাহীতে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, সিটিতেই ৭৮ ||rajshahirdorpon24
একদিনে রাজশাহীতে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, সিটিতেই ৭৮ ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহী নগরীতে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা সংক্রমণের চিত্র। একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। ফলে এ নিয়ে নগরীতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৩৪ জন। অথচ গতকাল শনিবার সকালে সেটি ছিলো ১১৫৬ জন। ফলে একদিনেই বেড়েছে ৭৮ জন।
এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় সবমিলিয়ে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬০১ জন। অথচ গতকাল ছিলো ১৫১২ জন।
রাজশাহী নগরীসহ জেলার নয়টি উপজেলায় আজ রবিবার সকাল পর্যন্ত করোনার চিত্র তুলে ধরা হলো-
সিটিতে ১২৩৪ জন, বাঘা ৩৩, চারঘাট ৩৩, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২২, বাগমারায় ৩৯, মোহনপুরে ৫৮, তানোরে ৫২, পবায় ৯৩ ও গোদাগাড়ীতে ১৪। তবে পবার আক্রান্তদের মধ্যে অধিকাংশই নগরীর বাসিন্দা।##
No comments