চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সের মালি ও নবম শ্রেণীর শিক্ষার্থীসহ দুইজন করোনা আক্রান্ত ||rajshahirdorpon24
![]() |
চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সের মালি ও নবম শ্রেণীর শিক্ষার্থীসহ দুইজন করোনা আক্রান্ত ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় নতুন আরো দুজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত একজনের নাম স্বপন কুমার সাহা। তিনি পুঠিয়া দিঘলকান্দী গ্রামের মৃত হরিপদ সাহার ছেলে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মালি পদে কর্মরত আছেন তিনি। গত ০৯ তারিখে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। রামেকে নমুনা পরীক্ষা শেষে গতকাল তার করোনা শনাক্ত হয়।
অপরজনের নাম আছিয়া খাতুন(১৩)। তিনি অনুপামপুর কারিগর পাড়া গ্রামের জহুর উদ্দীনের মেয়ে। মুংলি অনুপামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। গতকাল সোমবার রামেকে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। বর্তমানে সে নিজ বাড়িতে অবস্থান করছেন।
নতুন দুইজন শনাক্তের পর চারঘাটে করোনা রোগীর সর্বমোট সংখ্যা ৩৫ জন। এর মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৩ জন। উপজেলায় করোনায় মারা গেছে ০২ জন।##
No comments