বাঘায় নৌকা থেকে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ ||rajshahirdorpon24
বাঘায় নৌকা থেকে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চরাঞ্চলের কালিদাসখালি এলাকার পদ্মায় নাজিম উদ্দীন (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহসপতিবার (১৬-০৭-২০২০) ভোর ৫টায় পদ্মার ওপারে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। সে উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম বলেন,মাছ ধরতে যাওয়ার জন্য নাজিমসহ কয়েকজন এলাকার শরিফুলের নৌকায় উঠে।
এর মধ্যে মাঝির পাশে গিয়ে বসে নাজিম উদ্দীন। এসময় ইঞ্জিন চালিত নৌকাটি চালু করার সময় ঝাকিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। নদীতে স্রোত থাকায় তাৎক্ষনিক তাকে উদ্ধার যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,্এর আগে এবিষয়ে কিছু শোনেননি। বৃহসপতিবার দুপুর পৌণে ৩টায় এরিপোর্ট লেখা পযন্ত নিখোঁজ নাজিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। ##
No comments