বিকৃত যৌন মিলনে যুবতীর মৃত্যু, প্রেমিক আটক || rajshahirdorpon24
নিউজ ডেস্ক:
প্রেমিক-প্রেমিকা দুজনই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। প্রেমিকের সঙ্গে শহরের একটি গেস্ট হাউজে একান্ত সময় কাটাতে গিয়েই ঘটে বিপত্তি। অসুস্থ বোধ করায় ভারতের দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে যুবতীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রের খবর, যুবতীর মৃত্যুর কারণ যৌনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ।
এই ঘটনায় যুবতীর প্রেমিক মইজকে পুলিস আটক করেছে।
গেস্ট হাউজ সূত্রের খবর, মইজ ও তার প্রেমিকা অনলাইন অ্যাপের মাধ্যমে আলিপুরে একটি গেস্ট হাউজে ঘর ভাড়া নেন। গতকাল রবিবার দুপুর ১২ টা নাগাদ গেস্ট হাউজের একটি ঘরে তারা ওঠেন। রেজিস্টারে দুজনের বাড়ির ঠিকানা দেওয়া আছে বালি এলাকার।
তারা ঘরে যাওয়ার পর খাবারের অর্ডার দিয়েছিলেন।
তদন্তকারীদের অনুমান, গেস্ট হাউজে দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় বিকৃত যৌন মিলনের জেরেই যুবতির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। আটক মইজ যুবতীর বাড়িতে খবর দেন।
পুলিস সূত্রের খবর, মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। চেতলা থানার পুলিস আটক মইজকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সমগ্র ঘটনার তদন্তে নেমেছে।
সূত্র: bdprotidin
No comments