আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭ ||rajshahirdorpon24
আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭ ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
আফগানিস্তানের লোগার প্রদেশের পোল-ই আলম শহরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো ২১ জন। পবিত্র ঈদুল আজহার কেনাকাটার জন্য গতকাল বৃহস্পতিবার যখন মানুষ ভিড় জমাচ্ছিল, তখনই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।
পোল-ই আলম শহরের একটি হাসপাতালের সিনিয়র চিকিৎসক সাদিকুল্লাহ বার্তা সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে ১৭টি মরদেহ ও ২১ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহার জন্য তিন দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটানো হয়।
লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং বলেন, ‘এটি আত্মঘাতী বোমা হামলা। ঈদুল আজহার জন্য কেনাকাটা করা মানুষের ভিড়ের মধ্যে এ বোমা হামলা করা হয়।’
এদিকে, এ বোমা হামলার দায় অস্বীকার করেছে তালেবান। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ দাবি করেন।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র শাহপুর আহমাদজাই জানান, পোল-ই আলমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বেসামরিক মানুষও হতাহত হয়েছে।
এরই মধ্যে আজ শুক্রবার আফগানিস্তানে ঈদুল আজহা পালনের জন্য পোল-ই আলমে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান আহমাদজাই।##
No comments