লাখ টাকার হাতির দশ টাকা চাঁদাবাজি” ||rajshahirdorpon24
লাখ টাকার হাতির দশ টাকা চাঁদাবাজি” ||rajshahirdorpon24 |
আব্দুল হামিদ মিঞা,বাঘা (রাজশাহী) ঃ
মাহুতকে পিঠে নিয়ে হেলে দুলে রাস্তার একপাশ দিয়ে চলছে বিশাল আকৃতির হাতি। বাজারে বাজারে গিয়ে সুঁড় উঁচু করে সালাম জানাচ্ছে প্রতিষ্ঠানের মালিককে।
সুযোগ বুঝে রাস্তায় দাড়ানো যানবাহনের চালককে পেলেও সালাম জানাচ্ছে সুঁড় উঁচু করে। উদ্দেশ্য একটাই,তা হলো টাকা নেওয়া। সালাম দিয়ে আদায় করা সেই টাকা শুড় দিয়ে ধরিয়ে দিচ্ছে পিঠে বসা মাহুতকে। কেউ ১০ টাকার কম দিলে ওই টাকা না নিয়ে ঠাঁই দাড়িয়ে থাকছে। ১০ টাকা দেওয়ার পর সেখান থেকে আরেক দোকানে গিয়ে এইভাবে টাকা আদায় করছে।
বুধবার (০৮-০৭-২০) উপজেলার রুস্তমপুর বাজারে দেখা যায় এই দৃশ্য। সেখানকার ব্যবসায়ী আব্দুল মতিনকে সুঁড় উঁচু করে সালাম দিতে দেখা গেল। অবশেষে তিনি ধরিয়ে দিলেন ১০ টাকা। এভাবে টাকা নেওয়া দেখে অনেকেই মন্তব্য করলেন,“লাখ টাকার হাতির ১০ টাকা চাঁদাবাজি”।
প্রতিদিন এভাবে কতো টাকা আয় হয় জানতে চাইলে মাহুত সিহাব বলেন, সবাই টাকা দিলে হাজার টাকার বেশিও আয় করা সম্ভব। কিন্তু সবাই টাকা দেয়না। যে টাকা পাওয়া যায়,তা দিয়ে হাতির খরচই চলেনা। তবে আয় যেটাই হোক,সেই টাকা হাতির পেছনে খরচ করা হয়। ##
No comments