Header Ads

  • সর্বশেষ খবর

    ঘুমের মধ্যেও পাবজি নিয়ে বিড় বিড় করেন ধোনি’ ||rajshahirdorpon24

    ঘুমের মধ্যেও পাবজি নিয়ে বিড় বিড় করেন ধোনি’ ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    লাদাখ সীমান্তে সেনা সংঘর্ষের ঘটনায় টিকটক ও উই চ্যাটের মতো চীনের জনপ্রিয় ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার।

    এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নেট দুনিয়ায় জনপ্রিয় গেমস পাবজি। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই খবর প্রকাশ হয়েছে।


    এমন খবরে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

    কারণ পাবজিতে আসক্ত মি. ফিনিশার খ্যাত তারকা ধোনি। পাবজি নিষিদ্ধ হয়ে গেলে ধোনি অনেক সমস্যায় পড়ে যাবেন বলে জানিয়েছেন তার স্ত্রী সাক্ষী।


    সম্প্রতি চেন্নাই সুপার কিংসকে দেয়া এক সাক্ষাৎকারে ধোনিপত্মী বলেন, পাবজি নিয়েই এখন বেশিরভাগ সময় কাটে ধোনির। ক্রিকেটে নেই বলে এখন ও পাবজি খেলে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে। করোনাকালে ধোনি এতোই পাবজিতে মজেছে যে, ঘুমাতে যাওয়ার সময়ও সে এটা নিয়েই বিছানায় যায়। এমনকি ঘুমের সময়ও পাবজি নিয়ে বিড় বিড় করে।


    উল্লেখ্য, গত বিশ্বকাপের পর থেকেই ২২ গজের বাইরে ভারতের সাবেক অধিনায়ক। অলস সময়ে এখন পাবজি খেলেই কাটান। আইপিএল শুরু হলে পাবজি ছেড়ে ব্যাট-বল হাতে নেবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।##

    তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728