চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত ||rajshahirdorpon24
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকচাপায় ইউসুফ আলী (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে রশিকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের জিল্লার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ইউসুফ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরেই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।##
No comments