মসজিদের পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন ||rajshahirdorpon24
![]() |
মসজিদের পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বুড়ি কদমা গ্রামের জামে মসজিদের পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর দাবি, মসজিদের জায়গা দখল নিয়ে গ্রাম্য দ্বন্দ্বের জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ।
স্থানীয়রা জানায়, বুড়ি কদমা গ্রামের জামে মসজিদ সংলগ্ন দুই বিঘা পরিমাণ পুকুরটি ইজারা নিয়ে মসজিদের উন্নয়নকল্পে মাছ চাষ করে আসছিল মসজিদ কমিটি ও গ্রামবাসী। সোমবার ভোররাতে পুকুরে বিষ ঢেলে দেয়া হয়। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের মাছ মরে ভেসে ওঠে। ফজরের নামাজ পড়তে এসে মুসুল্লিরা পুকুরে মাছ ভাসতে দেখেন।
মসজিদের সভাপতি মো. আব্দুল হামিদ বলেন, মসজিদের জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের আব্দুল মান্নান, মোস্তফা ও ফটিকের সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলছে। এ নিয়ে একটি মামলা করেছেন তারা। মামলার আসামি ধরার জন্য রোববার গ্রামে পুলিশ আসে। পুলিশের আতঙ্কে কালকে বেশির ভাগ মানুষ গ্রামে ছিলাম না। এ সুযোগে মসজিদের পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে তারা।
তবে আব্দুল মান্নান বলেন, এমন ঘটনায় আমরা জড়িত নই। আমার ভাইকে মারপিট করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিরা আমাদের ফাঁসানোর জন্য এমন ঘটনা ঘটিয়েছে।
সিংড়া থানা পুলিশের ওসি নুরে-এ আলম সিদ্কিী বলেন, খবর পেয়ে ঘটাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।##
No comments