Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে মৎস্য সপ্তাহেও অবাধে চলছে পোনা মাছ নিধন ||rajshahirdorpon24

    চারঘাটে মৎস্য সপ্তাহেও অবাধে চলছে পোনা মাছ নিধন ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদকঃ
    দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২০। চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। এই মৎস্য সপ্তাহেও রাজশাহীর চারঘাটে কারেন্ট জাল ব্যবহার করে অবাধে চলছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন।


    ইতিমধ্যেই চারঘাটের পদ্মা ও বড়াল নদী পানিতে টইটম্বুর। গত কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন খাল বিলে পানি জমে দেশীয় প্রজাতির মাছ পোনা বিস্তার করছে। এ সময় উপজেলা মৎস্য অফিসের তদারকি না থাকায় কিছু মৌসুমী জেলে কারেন্ট জাল ব্যবহার করে পোনা নিধন শুরু করেছে। এতে দিনে দিনে কমে যাচ্ছে দেশি ও নদীর মাছের প্রাচুর্য।

    গত ২৫ জুলাই বিকেলে পদ্মা ও বড়াল নদীর বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায়, জেলেরা নৌকায় করে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন। খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ জেলে রাতে মাছ শিকার করে সকালে বাজারে বিক্রি করেন। কেউ কেউ শখের বসে দিনের বেলায় মাছ শিকার করেন। এ ছাড়াও বড়াল বিভিন্ন স্থানে আড়াআড়িভাবে কারেন্ট জাল ফেলে মাছ শিকার করা হচ্ছে।


    এলাকাবাসীর অভিযোগ, উপজেলায় মৎস্য সংরক্ষণে মৎস্য অফিসের কার্যকারী কোনো পদক্ষেপ নেই। বরং চারঘাট মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি তাকির হোসেন অসাধু জেলেদের অবৈধ ভাবে মাছ শিকার করতে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।

    জানা যায়, ক্ষেত্র সহকারী তাকির হোসেন দীর্ঘ দিন যাবৎ চারঘাটে রয়েছেন। এ সময়টায় তার সম্পর্ক গড়ে উঠেছে বিভিন্ন এলাকার অসাধু জেলেদের সাথে। বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের মৎস্য সংরক্ষণ অভিযান পরিচালনার আগে থেকেই অসাধু জেলেদের তথ্য পাচার করে সতর্ক করে দেন তিনি।

    আরো জানা যায়, তাকির হোসেন গত কয়েক বছরে চারঘাটে নানা রকম বিতর্কের জন্ম দিয়েছেন। গত ২০১৮ সালের ১৪ অক্টোবর (রবিবার) ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ শিকারের উপর সরকারি নিষেধাজ্ঞার সময় নিজ বাড়িতে ১১ টি মা ইলিশ নিজ বাড়িতে নিয়ে গিয়ে পত্রিকার শিরোনাম হয়েছিলেন। এছাড়াও তার নামে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।


    তাকির হোসেনসহ যারা চারঘাটের মৎস্য সম্পদ ধ্বংসের সাথে জড়িত, তাদের আইনের আওতায় এনে মাছের বংশ বিস্তারে কাজ করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমি শারিরিক ভাবে অসুস্থ থাকার কারনে এবারের মৎস্য সপ্তাহের কার্যক্রমে থাকতে পারিনি। তবে কারেন্ট জালের ব্যবহার বন্ধে সারা বছর আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


    পোনা মাছ নিধন ও ক্ষেত্র সহকারি তাকির হোসেনের অনিয়মের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা জানান, নদীতে অনেক পরিমানে পানি বৃদ্ধির কারণে অভিযান কম হচ্ছে। আর ক্ষেত্র সহকারি তাকির হোসেনের বিরুদ্ধে প্রমানসহ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728