আবাসিক ভবন থেকে কিশোরের লাশ উদ্ধার, মালিকের দাবি ‘আত্মহত্যা’ ||rajshahirdorpon24
আবাসিক ভবন থেকে কিশোরের লাশ উদ্ধার, মালিকের দাবি ‘আত্মহত্যা’ ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার মনরোমা আবাসিক এলাকার একটি ভবন থেকে মো. জাবেদ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, জাবেদ ওই ভবনে দারোয়ান হিসেবে কর্মরত ছিল। ভবন মালিকের দাবি, ‘ছেলেটি আত্মহত্যা করেছে’
জাবেদ খুলনা জেলার মরলগঞ্জ এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে জাবেদের মৃত্যু আত্মহত্যা হিসেবে ধরে নেয়া হয়েছে। তবে তদন্ত শেষে বলা যাবে জাবেদ আসলেই আত্মহত্যা করেছে কি না।
জাবেদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।##
No comments